অবৈধ সম্পর্কে জের, বউদিকে পুড়িয়ে হত্যা, দোষী সাব্যস্ত দেবর
অবৈধ সম্পর্ক জানাজানি হতেই বউদিকে পুড়িয়ে মেরেছিল দেবর। সেই ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হল দেওর। বুধবার অভিযুক্ত দেবরকে দোষী সাব্যস্ত করেন পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ রায়। ঘটনটি মন্তেশ্বর থানার সাহাপুরের। মৃত কর্মসূত্রে ভিনরাজ্যে বসবসবাসকারী খোকন হাজরার স্ত্রী চাঁপা হাজরা গ্রামে তার দেবর গৌতম হাজরা এবং তার স্ত্রীর সঙ্গে থাকতেন।