পঞ্চকুলা, ৮ জুলাই– দ্রুতগতির শিকার ৪০ পড়ুয়া৷ ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানার পঞ্চকুলায়৷ স্কুলে যাওয়ার পথে ৭০ জন পড়ুয়াকে নিয়ে উলটে গেল বাস৷ ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত ৪০ জন পড়ুয়া৷
প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল বাসটি৷ অত্যধিক গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি৷ জানা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটে পিঞ্জোরের নউলটা গ্রামের কাছে৷ দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা৷ তড়িঘড়ি আহত পড়ুয়াদের ভর্তি করা হয় পিঞ্জর এবং সেক্টর ৬ সিভিল হাসপাতালে৷ বাসে পড়ুয়ারা ছাড়াও সওয়ার ছিলেন বেশ কয়েকজন যাত্রী৷ তাঁদের মধ্যে অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে৷ আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷
আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে চণ্ডীগড়ের এক হাসপাতালে স্থানন্তর করা হয়৷
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অতিরিক্ত যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল বাসটি৷ পথে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তা খারাপ হওয়ার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সেটি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ দুর্ঘটনার পর পরই রাজ্য পরিবহণ দপ্তর সাসপেন্ড করেছে দুর্ঘটনাগ্রস্থ বাসের চালক ও কন্ডাক্টরকে৷ এদিকে আহত পড়ুয়াদের নাম ও পড়ুয়াদের পরিচয় জানার চেষ্টা চলছে৷
Advertisement
Advertisement



