• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এনটিএ-কে শোধরাতে অভিভাবক, পড়ুয়ারা দরবারো কেন্দ্র

দিল্লি, ২৮ জুন– নিট, নেট নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে গোটা দেশ জুড়ে৷ যে উত্তেজনায় ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজক সংস্থা জাতীয় টেস্টিং এজেন্সি তথা এনটিএ-র বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজনৈতিক দলগুলিও৷ বিক্ষোভ দেখানো হয়েছে এনটিএর সদর দফতরেও৷ তবে নিট, নেট সহ বিভিন্ন পরীক্ষায় যে গলদ হয়েছে তার দায় এনটির তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে

দিল্লি, ২৮ জুন– নিট, নেট নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে গোটা দেশ জুড়ে৷ যে উত্তেজনায় ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজক সংস্থা জাতীয় টেস্টিং এজেন্সি তথা এনটিএ-র বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজনৈতিক দলগুলিও৷ বিক্ষোভ দেখানো হয়েছে এনটিএর সদর দফতরেও৷ তবে নিট, নেট সহ বিভিন্ন পরীক্ষায় যে গলদ হয়েছে তার দায় এনটির তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রীও৷ ইতিমধ্যেই এনটিএ-র ডিজিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্র৷ কিন্ত্ত তাতে আমজনতার ক্ষোভ কমেনি৷ ভবিষ্যতে যাতে এমন অভিযোগ আর না ওঠে তার জন্য উঠেপড়ে লেগেছে সরকার৷ এনটিএ বিষয়টি যে আগাম দিনে বিজেপির জয়রথের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তা ভালোভাবেই বুঝেছে কেন্দ্রীয় গেরুয়া শিবির৷ আর তাই এবারে আসরে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এনটিএ-র শোধনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে৷ সেই কমিটি এবার পরীক্ষা পদ্ধতির আয়োজন সংক্রান্ত পরামর্শ চাইল সাধারণ মানুষের কাছ থেকেও৷ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ক্ষোভ কমাতে কমিটি গঠন নিয়ে পরামর্শ চাওয়া হয়েছে তাদের কাছেও৷ কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকেরা৷
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ৪ জুন, লোকসভা নির্বাচনের ফলের দিনেই৷ তাতে দেখা যায়, ৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মোট ৬৭ জন৷ তাঁদের মধ্যে অনেকে আবার একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষায় বসেছিলেন৷ এ ছাড়া দেখা যায়, অনেক পরীক্ষার্থী এমন নম্বর পেয়েছেন, যা সাধারণ হিসাবের বাইরে৷ এর পরেই নিটের এই ফলের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে৷ অভিযোগ, প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল নিটের৷ এর পরে বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট পরীক্ষার পরের দিনই বাতিল ঘোষণা করা হয়৷ এনটিএ-র গলদ স্বীকার করে নিয়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে দেয় কেন্দ্র৷ ডার্ক নেটে আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে বলে জানান খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷
বৃহস্পতিবার নিট ইসু্যতে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সদস্যরা দিল্লির এনটিএ অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে৷ তারপর একে একে তারা অফিসের ভিতরে ঢুকে ‘এনটিএ মুর্দাবাদ’, ‘এনটিএ বন্ধ কর’, এইসব স্লোগান তুলতে থাকে৷ প্রতিবাদস্বরূপ তালা দিয়ে দেওয়া হয় সদর দরজায়৷ এনটিএ অফিসে যখন এনএসইউআই বিক্ষোভ দেখাচ্ছে তখন দিল্লির যন্তর মন্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি করে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস৷

Advertisement

Advertisement