• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মহিলাদের কর্মজীবনের বৃদ্ধিতে সাহায্য

কলকাতা, ২৫ জুন– ক্রমাগত উর্ধ্বমুখী বাজার৷ রোজকার খরচ চালাতে হিমসিম অবস্থা মধ্যবিত্তের৷ এখন আর আগের মতো একজনের আয়ে গোটা সংসার চলার কথা ভাবাও দায়৷ গোটা সংসার কেন তিন-চারজনের চলাই দায়৷ তাই পুরুষদের সঙ্গে সংসারের দায়িত্ব ভাগ করে নিতে হয়ে মহিলাদের৷ সেই পথেই মহিলাদের খানিকটা এগিয়ে দিতে হাজির মানিপালসিগনা হেলথ ইন্সু্যরেন্স৷ তাদের ‘নয়ি শুরুআত, এক্সপার্টস কে

কলকাতা, ২৫ জুন– ক্রমাগত উর্ধ্বমুখী বাজার৷ রোজকার খরচ চালাতে হিমসিম অবস্থা মধ্যবিত্তের৷ এখন আর আগের মতো একজনের আয়ে গোটা সংসার চলার কথা ভাবাও দায়৷ গোটা সংসার কেন তিন-চারজনের চলাই দায়৷ তাই পুরুষদের সঙ্গে সংসারের দায়িত্ব ভাগ করে নিতে হয়ে মহিলাদের৷ সেই পথেই মহিলাদের খানিকটা এগিয়ে দিতে হাজির মানিপালসিগনা হেলথ ইন্সু্যরেন্স৷ তাদের ‘নয়ি শুরুআত, এক্সপার্টস কে সাথ’ নামক এক নারী ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচির আয়োজনে দেখা গেল অনন্য নারীর ক্ষমতায়নের এক আলাদা উদ্যোগ৷
এরই মধ্যে এই উদ্যোগের আওতায় কলকাতায় ১৫০০-র বেশি মহিলার অংশগ্রহণের উদ্দেশ্যে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ বিষয়ে স্বপ্না দেসাই, চিফ মার্কেটিং অফিসার, মানিপালসিগনা হেলথ ইনসু্যরেন্স বলেন,, ‘মানিপালসিগনায় আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ যা শক্তিশালীভাবে বৈচিত্র্যময় এবং অনন্য প্রতিভাকে মূল্য দেয় যারা আমাদের প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সঙ্গেই মহিলাদের কর্মজীবনের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে৷ এই বছরের ইউএন  থিম ‘নারীতে বিনিয়োগ করুন, অগ্রগতি ত্বরান্বিত করুন’, আমাদের কর্মজীবনের উন্নয়ন কর্মসূচির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, নারীদের তাদের ভূমিকা পালন করতে এবং তাদের পরিবার ও সমাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে প্রয়োজনীয় সংস্থান এবং সহায়তা প্রদান করে৷
যে মহিলারা নতুন এবং উত্তেজনাপূর্ণ কেরিয়ারের সুযোগগুলি অন্বেষণ করতে আগ্রহী এবং স্বাস্থ্য বীমা উপদেষ্টা হিসাবে মানিপালসিগনা এ  যোগদান করতে চান, তারা এখানে নাম নথিভুক্ত করতে পারেন৷

Advertisement

Advertisement