মুম্বাই, ৩ মে – বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের উদ্ধবসেনার নেতা সুষমা আন্ধারে। শুক্রবার সকালে রায়গড়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল সুষমা আন্ধারের। সেইমতো মাহাড়ে একটি হেলিপ্যাড তৈরী করা হয়। ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে চড়ে জনসভায় যাওয়ার কথাছিল সুষমার। নির্ধারিত সময়ে সেখানে পৌঁছেও যান উদ্ধবসেনার এই নেতা। কিন্তু হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে কয়েক বার পাল্টি খায়। দুর্ঘটনায় আহত হন হেলিকপ্টারের পাইলট।
Advertisement
Advertisement



