• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

২ লক্ষ ভারতীয়ের ‘এক্স’ অ্যাকাউন্ট বাতিল করল কর্তৃপক্ষ

দিল্লি, ১৬ এপ্রিল: সন্ত্রাসবাদ ও যৌন হয়রানি বিষয়ক কনটেন্টের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এক্স হ্যান্ডেল ওরফে ট্যুইটার কর্তৃপক্ষ। এই পদক্ষেপ ইতিমধ্যেই বাস্তবায়িত করতে শুরু করেছে এলোন মাস্কের সংস্থা। গত এক মাসের মধ্যে দুই লক্ষাধিক ভারতীয়ের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। সামাজিক প্লাটফর্মের বিধিনিষেধ লঙ্ঘনের ফলেই বাতিল হয়েছে এই অ্যাকাউন্টগুলি। শুধুমাত্র দেশে সন্ত্রাসবাদ প্রচারের

দিল্লি, ১৬ এপ্রিল: সন্ত্রাসবাদ ও যৌন হয়রানি বিষয়ক কনটেন্টের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এক্স হ্যান্ডেল ওরফে ট্যুইটার কর্তৃপক্ষ। এই পদক্ষেপ ইতিমধ্যেই বাস্তবায়িত করতে শুরু করেছে এলোন মাস্কের সংস্থা। গত এক মাসের মধ্যে দুই লক্ষাধিক ভারতীয়ের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। সামাজিক প্লাটফর্মের বিধিনিষেধ লঙ্ঘনের ফলেই বাতিল হয়েছে এই অ্যাকাউন্টগুলি। শুধুমাত্র দেশে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে ১ হাজার ২৩৫টি অ্যাকাউন্ট বন্ধ করেছে এক্স।

পাশাপাশি নিয়মাবলি লঙ্ঘনের জন্য ৩ হাজার, সংবেদনশীল বিষয় পোস্টের জন্য ৯৫৩টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এক্স তার মাসিক রিপোর্টে জানিয়েছে, মোট ৫ হাজার ১৫৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ভারতীয় ব্যবহারকারীরা। এবিষয়ে এক্স একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতি দিয়ে এক্স জানিয়েছে, ‘আমরা পরিস্থিতি পর্যালোচনা করার পর এই অ্যাকাউন্টগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। বাকি রিপোর্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে।’

Advertisement

Advertisement

Advertisement