• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল, সাংবাদিক বৈঠক থেকে সরব স্নেহাশীষ, সুদেষ্ণা

নিজস্ব প্রতিনিধি— দিলীপের পর এবার প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সুদেষ্ণা মুখার্জি৷ “বিচারপতির আসনকে কলুষিত করছেন তিনি৷ গণতন্ত্রের কাঠগোড়ায় তাঁর বিচার করবেন সাধারণ মানুষ” সাংবাদিক বৈঠক থেকে প্রাক্তন

নিজস্ব প্রতিনিধি— দিলীপের পর এবার প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সুদেষ্ণা মুখার্জি৷ “বিচারপতির আসনকে কলুষিত করছেন তিনি৷ গণতন্ত্রের কাঠগোড়ায় তাঁর বিচার করবেন সাধারণ মানুষ” সাংবাদিক বৈঠক থেকে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে সরব স্নেহাশীষ চক্রবর্তী৷
এক্ষেত্রে উল্লেখ্য, তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃতু্যঘণ্টা বেজে গিয়েছে৷ ” তাঁর এহেন মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের৷ নির্বাচনের প্রাক্কালেই বিক্ষিপ্ত হিংসার ছবি ধরা পড়ছে রাজ্য জুড়ে৷ সেই প্রসঙ্গেই বিজেপির দিকে কটাক্ষের তীর ছুঁড়ে স্নেহাশীষ বলেন, নির্বাচনের মুখে বিজেপি, বিরোধী দল গুলিকে সবরকম ভাবে বিব্রত করছে৷ কখনো কুকথা বলে, আবার কখনো কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে৷ পাশাপাশি তিনি ‘দিদি গ্যারান্টি’ এবং ‘মোদী গ্যারান্টি’ এর তুলনামূলক আলোচনা করে প্রমান করে দেন যে আসলে মোদী গ্যারান্টি ফাঁপা৷
দেশে মডেল কোড অফ কনডাক্ট চলাকালীন ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের৷ প্রতিমুহূর্তে আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বিজেপি, সাংবাদিক বৈঠক থেকে এমনটাই বলেন স্নেহাশীষ৷
পাশাপাশি নির্বাচনী বন্ড নিয়ে কেন্দ্রকে তীব্র নিশানা করে বলেন, রাষ্ট্র তথা কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে তারা দলীয় ফান্ড বৃদ্ধির কৌশল নিয়েছে৷ বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে তা মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন৷ কিন্ত্ত বাস্তবে মানুষ এক টাকাও পেলেন না, উল্টে বিজেপির ফান্ড বৃদ্ধি পেতে লাগলো৷ ঠিক এই কারণেই পিএম কেয়ার ফান্ডে আরটিআই করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ যাদের কাছে কেন্দ্রীয় আয়কর সংস্থা, ইডি পৌঁছেছে তারা বিজেপিকে ফান্ড দেওয়া শুরু করলে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এটি টাকা কালেকশনের একটি পদ্ধতি মাত্র৷ এমনকি নোটবন্দিও বিজেপির কোষাগার পরিপূর্ণ করার একটি ছল৷
বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র খোদ রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, এমনই টু্যইট করে জানায় তৃণমূল৷ এই ইসু্যকে কেন্দ্রকে শুরু হয়েছে জল্পনা৷ এই প্রকল্পের টাকা তৃণমূল দিচ্ছে নাকি রাজ্য সরকার? পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি৷ এ প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক থেকে স্নেহাশীষ বলেন, মানুষ ভোট দিয়ে তৃণমূলকে নির্বাচন করেছে রাজ্যের সরকার হিসেবে৷ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কি কি করেছেন কেবল তার খতিয়ান তুলে ধরা হয়েছে৷ মমতা বন্দোপাধ্যায় যা কিছু করেছেন তা ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং নির্বিশেষে সকলের জন্য করেছেন৷ সম্প্রতি খোদ প্রধানমন্ত্রী ফোন করে নির্বাচনের বিষয়ে কথোপকথন করেছিলেন রেখা পাত্রের সঙ্গে৷ সেই প্রসঙ্গকে টেনে এনে স্নেহাশীষ প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আবার ফোন করলে জানতে চাইবেন আয়ুষ্মান ভারতের প্রভাব কোথায় বাংলার মানুষের মধ্যে? বৃহস্পতিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থা ডাকলেও তিনি সাফ জানিয়ে দেন নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন৷ বিজেপি এই ইসু্যতে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি৷ এ প্রসঙ্গেও সরব হন স্নেহাশীষ৷ নির্বাচনের প্রাক্কালে দেশের প্রশাসনিক ক্ষেত্র নির্বাচন কমিশনের হাতে থাকার পরেও কেন কেন্দ্রীয় সংস্থাগুলির অধিক তৎপরতা লক্ষ করা যাচ্ছে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির ঘটনাকেও তীব্র কটাক্ষ করেন সুদেষ্ণা মুখার্জি৷

Advertisement

Advertisement