• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

প্রয়াত জাপানি কমিকস স্রষ্টা আকিরা টোরিয়ামা

টোকিও, ৮ মার্চ: প্রয়াত জাপানি কমিকস(মাঙ্গা) আকিরা টোরিয়ামা। বয়স হয়েছিল ৬৮। তিনি ছিলেন ড্রাগন বল সিরিজের স্রষ্টা। যাঁর জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। তবে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে এসেছে অনেক পরে। জানা গিয়েছে, গত ১ মার্চ প্রয়াত হয়েছেন মাঙ্গার নির্মাতা আকিরা টোরিয়ামা। ফ্রাঞ্চাইজির তরফে আজ টুইট করে এই খবর জানানো হয়েছে। তাঁর প্রয়াণে অনেক কাজ অসমাপ্ত থেকে

টোকিও, ৮ মার্চ: প্রয়াত জাপানি কমিকস(মাঙ্গা) আকিরা টোরিয়ামা। বয়স হয়েছিল ৬৮। তিনি ছিলেন ড্রাগন বল সিরিজের স্রষ্টা। যাঁর জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। তবে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে এসেছে অনেক পরে। জানা গিয়েছে, গত ১ মার্চ প্রয়াত হয়েছেন মাঙ্গার নির্মাতা আকিরা টোরিয়ামা। ফ্রাঞ্চাইজির তরফে আজ টুইট করে এই খবর জানানো হয়েছে। তাঁর প্রয়াণে অনেক কাজ অসমাপ্ত থেকে গেল বলে জানিয়েছে বার্ড স্টুডিও। মৃত্যুর আগে তিনি বেশ কিছু কাজ শুরু করেছিলেন। সেগুলি আর সম্পূর্ণ করতে পারলেন না।

প্রসঙ্গত আকিরা টোরিয়ামার সৃষ্টি করা ড্রাগন বল সিরিজ ১৯৮৪ সালে প্রথমবার প্রকাশ করেন। টোরিয়ামা এই সিরিজ সর্বকালের সর্বাধিক জনপ্রিয় জাপানি কমিকসগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হয়। সেই কমিকস প্রধান অ্যানিমেশনগুলি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। তার সেই অ্যানিমেশন নিয়ে বহু অ্যানিমেশন, সিনেমা ও ভিডিও গেম তৈরি হয়েছে। এছাড়াও তিনি একাধিক কমিকস সৃষ্টি করেছেন, সেগুলিও যথেষ্ট জনপ্রিয়।

Advertisement

Advertisement

Advertisement