দিল্লি, ৭ মার্চ: আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে পদক্ষেপ করল আদালত। আগামী ১৬ মার্চ তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ইডির আবেদনের ভিত্তিতে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতের তরফে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বারবার ইডি সমন পাঠালেও তিনি ইডি দপ্তরে হাজিরা দিচ্ছিলেন না। শেষে তিনি ভার্চুয়ালে হাজিরা দিতে চেয়েছিলেন। সেই আর্জি খারিজ করে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলা হয়। সেই ডাকে তিনি সাড়া না দিয়ে বারবার সমন এড়িয়ে গিয়েছেন। এরপরই তাঁর বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে দ্বিতীয়বার আদালতের দ্বারস্থ হল তদন্তকারী সংস্থা। সেজন্য আজ আদালতের তরফে ফের কেজরিওয়ালকে হাজিরার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



