দিল্লি, ২৬ ফেব্রুয়ারি – জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দুরা । রায় বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার শুনানিতে জ্ঞানবাপীর ব্যাস তেহখানায় পুজোর বিরুদ্ধে মসজিদ পক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপীর বেসমেন্টে পুজার্চনা শুরু হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। কিন্তু তাঁদের আবেদন খারিজ করে দিয়ে, এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট বলে দেয়, জ্ঞানবাপী মসজিদের ‘ব্যস জি কা তয়খানাতে’ হিন্দুদের পুজোপাঠ জারি থাকবে।
সেই নির্দেশের পরই, জ্ঞানবাপী মসজিদের ব্যাসের তেহখানায় আবার সমস্ত উপচারে পুজো করা হয়। যা নিয়ে আপত্তি তোলেন মসজিদের দায়িত্বে থাকা অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। সোমবার এলাহাবাদ হাইকোর্ট বারাণসী জেলা আদালতের ৩১ জানুয়ারির রায় বহাল রাখে।প্রসঙ্গত, তেহখানা হচ্ছে মসজিদের নীচের ভূগর্ভস্থ ঘর বা পাতালঘর। জ্ঞানবাপী মসজিদের নীচে এমন চারটি তেহখানা রয়েছে। এর মধ্যেই দক্ষিণ দিকের তেহখানাটি এখনও ব্যাস পরিবারের মালিকানাধীন। তাই তেহখানাটির নাম ‘ব্যাস কি তেহখানা’। সেখানেই পুজো করা নিয়ে বিতর্কের সূত্রপাত।
Advertisement
Advertisement
Advertisement



