৭ ফেব্রুয়ারি – ইন্ডিয়া জোটে আবার ভাঙনের সম্ভাবনা। এনডিএ-তে যোগ দিতে চলেছে রাষ্ট্রীয় লোক দল। রাজনৈতিক মহল সূত্রে খবর, এনডিএ শিবির থেকে পাঁচটি আসন ছাড়ার কথা জানানো হয়েছে আরএলডিকে। তাতেই সম্মত হয়েছেন জয়ন্ত।
অন্যদিকে আসন্ন লোকসভা ভোটে জয়ন্তকে সাতটি আসন ছেড়ে দেবেন বলে কথা দিয়েছিলেন অখিলেশ। সূত্রের খবর, রাজনৈতিক সুবিধের কথা ভেবেই এনডিএ-র সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে অখিলেশ যাদবের হাত ছেড়ে রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরীর এনডিএ শিবিরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা।
Advertisement
অতীতের ফলাফল বলছে, পশ্চিম উত্তরপ্রদেশে জাঠ ভোটের একটি বড় অংশ আরএলডির পাশে থাকে। আর জাঠ ভোটের অন্য অংশটি পায় বিজেপি। জয়ন্তের হিসাব, বিজেপির সঙ্গে গেলে জাঠ ভোটের সিংহভাগের পাশাপাশি, বিজেপির বিশ্বস্ত অন্য জাত বা সম্প্রদায়ের ভোটারদের ভোটও তাঁর ঝুলিতে আসতে পারে। ফলে এসপির সঙ্গে জোট বেঁধে লড়ার তুলনায় বিজেপির জোটসঙ্গী হিসাবে ভোটে লড়লে জয়ের সম্ভাবনা বেশি। ভোট ভাগাভাগির সম্ভাবনাও কম ।
Advertisement
রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশের আগেই সে রাজ্যের আরএলডি এবার জোট থেকে মুখ ফেরানোর ইঙ্গিত দিল। এমনও শোনা যাচ্ছে, বিজেপি জানিয়েছে, আরএলডি এনডিএ জোটের সঙ্গে হাত মেলালে তাদের সভায় যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement



