• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

‘মোদি মোদি’ অস্বস্তি সঙ্গে প্রধানমন্ত্রীর খোঁচা সিদ্দারামাইয়াকে

কর্ণাটকে একই মঞ্চে মোদির পাশে বসাই কাল হল সিদ্দারামাইয়ার বেঙ্গালুরু, ২০ জানুয়ারি– মোদির জনপ্রিয়তা করে ইতিমধ্যেই দলের রোষের মুখে পড়েছিলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম৷ এবার কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যেই মোদির সঙ্গে বসে এমন বেকায়দায় পড়লেন যে কংগ্রেসের মুখে বাক্যই হারিয়ে যাওয়ার পথে৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মোদির সঙ্গে এক মঞ্চে বসে জনতার ‘মোদি মোদি’

কর্ণাটকে একই মঞ্চে মোদির পাশে বসাই কাল হল সিদ্দারামাইয়ার
বেঙ্গালুরু, ২০ জানুয়ারি– মোদির জনপ্রিয়তা করে ইতিমধ্যেই দলের রোষের মুখে পড়েছিলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম৷ এবার কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যেই মোদির সঙ্গে বসে এমন বেকায়দায় পড়লেন যে কংগ্রেসের মুখে বাক্যই হারিয়ে যাওয়ার পথে৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মোদির সঙ্গে এক মঞ্চে বসে জনতার ‘মোদি মোদি’ কলরবে বেশ অস্বস্তিই বোধ করলেন৷ তবে সেই অস্বস্তি যেন বহুগুন বেড়ে গেল যখন সেই বিষয়ে শুনতে হল মোদির টিপ্পনী৷
মোদি-সিদ্দারামাইয়ার সেই মঞ্চ ভাগ করার ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে মোদি কথা বলার সময় আচমকাই উপস্থিত জনতা চিৎকার করতে থাকে, ‘মোদি মোদি’ করে৷ সেই চিৎকার শুনে স্বাভাবিক ভাবেই বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী৷ খানিক পরে মৃদু হেসে সিদ্দারামাইয়ার দিকে তাকিয়ে বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটা তো হয়েই থাকে৷’ যা শুনে সিদ্দারামাইয়াও হাসতে থাকেন৷ কিন্ত্ত তাঁর শরীরী ভাষায় অস্বস্তির চিহ্ন ছিল স্পষ্ট৷
প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে মোদি বলেন, দেশে বিমানের চাহিদা বাড়ছে৷ বিশ্বের বিমান নির্মাণ বাজারকে নতুন করে শক্তি জোগাচ্ছে ভারত৷ সেই সঙ্গে বিমান পরিষেবা ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি৷
গত বছর অর্থাৎ ২০২৩ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস৷ ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে জয়লাভ করে হাত শিবির৷ এই জয়ে স্বাভাবিক ভাবেই মুখ পুডে়ছিল রাজ্যের গেরুয়া শিবির নেতৃত্বের৷ এহেন পরিস্থিতিতে রাজ্যে এত বেশি আসনে জেতা সিদ্দারামাইয়ার সামনেও অব্যাহত রইল মোদি ম্যাজিক৷

Advertisement

Advertisement