• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হাসপাতালের বন্ধ কেবিনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী নার্স

বিলাসবহুল হাসপাতাল। আর তার মধ্যেই কিনা এমন কাণ্ড! হাসপাতালের বন্ধ কেবিনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক নার্স।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

বিলাসবহুল হাসপাতাল। আর তার মধ্যেই কিনা এমন কাণ্ড! হাসপাতালের বন্ধ কেবিনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক নার্স ।

ঘটনাটি ঘটেছে যােধপুর এইমসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে অপারেশন থিয়েটার লাগােয়া একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ওই নার্স। পরে জানা গিয়েছে, নিজের সঙ্গে কেরােসিন জাতীয় কিছু জিনিস নিয়ে গেছিলেন তিনি। এরপরেই নিজের গায়ে আগুন লগিয়ে দেন তিনি।

Advertisement

খবর পেয়ে দমকল আর পুলিশ ঘটনাস্থলে পৌছে ঐ নার্সকে মৃত অবস্থায় উদ্ধার করে। জানা গিয়েছে নার্সের নাম বিজু পুনােজ। তিনি কেরলের বাসিন্দা ছিলেন।

Advertisement

হাসপপাতালে বিজুর এক সহকর্মী জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আত্মঘাতী হওয়ার সেটাই কারণ হতে পারে বলে মনে করছেন তারা।

তবে সে ব্যাপারে এখনই কোনাে সিদ্ধান্তে আসতে নারাজ পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement