লখনউ, ১০ ডিসেম্বর – বিএসপি সুপ্রিমো মায়াবতী ভরসা রাখলেন নিজের ভাইপোর ওপরই। ভাইপোকে নিজের উত্তরাধিকারী বেছে নিলেন পিসি মায়াবতী। তাঁর পরবর্তী সময়ে বহুজন সমাজ পার্টির দায়িত্ব সামলাবেন ২৮ বছরের আকাশ আনন্দ। ২০২৪ সালের আগে আকাশের কাঁধে গুরুত্বদায়িত্ব তুলে দেবেন পিসি, এমনটাই মনে করছিলেন দলের অন্দরের অধিকাংশ। রবিবার লখনউতে পার্টির একটি বৈঠকে যোগ দেন নেত্রী। সেখানে দলের পরবর্তী সুপ্রিমো হিসেবে ভাইপো আকাশের নাম ঘোষণা করেন পিসি মায়াবতী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় এই আকাশ আনন্দকেই দেখা গিয়েছিল পিসির হয়ে প্রচারে নামতে। নির্বাচনী বিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশন মায়াবতীর উপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময় আকাশই পিসির হয়ে প্রচারের হাল ধরেছিলেন।
Advertisement
Advertisement
Advertisement



