তাওয়াং, ২৫ অক্টোবর – ভারত সীমান্তে অরুণাচল প্রদেশের তাওয়াং-এ গিয়ে অস্ত্রপুজোয় অংশ নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে পাহারায় থাকা সশস্ত্র বাহিনীর জওয়ানদের প্রশংসার পাশাপাশি সেখানে তাঁদের দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, সেনাদের মনোবল বাড়াতে অরুণাচলের তাওয়াংয়ে অস্ত্রপুজোতেও অংশ নিলেন তিনি। সেনাকে বার্তা দিলেন, “বিশ্বের অস্থিরতার আবহে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা ছাড়া কোন উপায় নেই।’’ এই প্রীতিরক্ষামন্ত্রীর সঙ্গে যান সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডেও। অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার প্রতিরক্ষা ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



