• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজো আসছে , কলকাতা মেট্রোয় বাড়তি পরিষেবা 

কলকাতা, ২১ সেপ্টেম্বর – পুজো আসতে দেরি নেই। পুজোর আগে বাজারে কেনাকাটার ভিড়, ভিড় যানবাহনেও। একই ছবি  মেট্রোরেলেও ।  সেসব কথা মাথায় রেখে এবছর পুজোর আগে থেকেই সপ্তাহ শেষে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি

কলকাতা, ২১ সেপ্টেম্বর – পুজো আসতে দেরি নেই। পুজোর আগে বাজারে কেনাকাটার ভিড়, ভিড় যানবাহনেও। একই ছবি  মেট্রোরেলেও ।  সেসব কথা মাথায় রেখে এবছর পুজোর আগে থেকেই সপ্তাহ শেষে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাড়তি মেট্রো পরিষেবা। চলবে ১৫ অক্টোবর অর্থাৎ পুজোর আগের সপ্তাহ পর্যন্ত। এছাড়া বিশেষ মেট্রো চলবে ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিনও। ওই দিন ২৩৪ টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। শনিবার অর্থাৎ ২৩, ৩০ সেপ্টেম্বর এবং ৭ ও ১৪ অক্টোবর চলবে এই বিশেষ মেট্রো। রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর এবং ১, ৮, ১৫ অক্টোবরও একই পরিষেবা মিলবে। এই শনি ও রবিবার গুলিতে ২৩৪টি মেট্রোর বদলে আপ ও ডাউনে ১৪৪টি করে মোট ২৮৮ টি মেট্রো চলবে। এই দিনগুলিতে প্রথম এবং শেষ মেট্রোর সময় অবশ্য একই থাকবে। এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এমনিতে সারাবছর সপ্তাহের শেষে মেট্রোর সংখ্যা কম থাকে। কিন্তু পুজোয় কেনাকাটা, প্রস্তুতির জন্য ভিড়ের কথা মাথায় রেখে এবার পুজোর আগে থেকে শনি ও রবিবার বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

Advertisement

Advertisement