• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান।

কলকাতা:- অধিকাংশ সেলিব্রিটি পরিবারের সদস্যরা অভিনয় জগতে পা দিয়ে থাকেন। কেউ কেউ নিজের পরিচিতি গড়তে সফল হন তো কেউ ব্যর্থ। তবে, সেলিব্রিটি পরিবারের সদস্যদের জন্য অভিনয় জগতে পা রাখার পথ হয় অনেক সহজ। সূত্রের খবর, জানা গিয়েছে, এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন আমির খানের বড় ছেলে। এবার প্রকাশ্যে এল তাঁর নতুন কাজের খবর। সূত্রের

কলকাতা:- অধিকাংশ সেলিব্রিটি পরিবারের সদস্যরা অভিনয় জগতে পা দিয়ে থাকেন। কেউ কেউ নিজের পরিচিতি গড়তে সফল হন তো কেউ ব্যর্থ। তবে, সেলিব্রিটি পরিবারের সদস্যদের জন্য অভিনয় জগতে পা রাখার পথ হয় অনেক সহজ। সূত্রের খবর, জানা গিয়েছে, এবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন আমির খানের বড় ছেলে। এবার প্রকাশ্যে এল তাঁর নতুন কাজের খবর। সূত্রের খবর, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই খবর। জানা গিয়েছে,  দক্ষিণী তারকা সাই পল্লবীর বিপরীতে অভিনয় করতে চলেছেন আমির পুত্র। জানা গিয়েছে, ছবিটি পরিচালনা করবেন সুনীল পান্ডে। এক রোম্যান্টিক সিনেমা দেখা দেবেন সাই পল্লবী ও জুনায়েদ খানকে। এদিকে মাঝে শ্রীদেবীর কন্যা খুশির সঙ্গে কাজ করার কথা ছিল জুনায়েদের। শোনা গিয়েছিল, সুপার হিট তামিল রম কম লাভ টুডে-র হিন্দি রিমেকে আমির খানের বড় ছেলে জুনায়েদ খানকে বনি কাপুরের মেয়ে খুশির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে। তবে, আপাতত দ্য আর্চিস ছবি দিয়ে বক্স অফিসে ডেবিউ করতে চলেছে খুশি কাপুর। একতা কাপুরের প্রোজেক্টে অভিনয়ে পা দেবেন তিনি। অন্যদিকে, ইতিমধ্যে মহারাজ নামে একটি ছবিতে অভিনয় করেন আমির পুত্র। ছবিটিতে শর্বরী ওয়াঘ ও জয়দীপ আহলাওয়াত প্রধান চরিত্রে কাজ করেছেন। এছাড়াও, আমির খানের প্রোডাকশন প্রযোজিত প্রীতম পেয়ারে নামক ওয়েব সিরিজে কাজ করেছেন জুনায়েদ। এবার একেবারে নতুন ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

Advertisement

Advertisement