কলকাতা : নিজেদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের হাত ধরে একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন নন্দিতা ও শিবপ্রসাদ। শুধু পরিচালক হিসেবে নয়, প্রযোজক হিসেবেও তাঁরা দারুণ সফল। মঙ্গলবার সকাল সকাল সেরকমই এক চমক দিলেন টলিউডের সুপারহিট পরিচালক জুটি।সোশ্যাল মিডিয়ায় ২৪[পাটি দেখিয়ে ভক্তদের একেবারে ঘোল খাইয়ে দিলেন নন্দিতা ও শিবপ্রসাদ।
উইন্ডোজের ফেসবুক পেজে। যেখানে লেখা ‘বলছি একটু দাঁত মাজবেন?’! এই পোস্ট দেখেই সকাল সকাল নেটদুনিয়ায় উত্তেজনা শুরু। সিনেমাপ্রেমীদের একের পর এক মন্তব্য। এটা কি কোনও নতুন ছবি? নাকি আসন্ন ছবির প্রচার? সূত্র বলছে, এটা ছবি নয়, বরং ছবির গান। তবে এর থেকে বেশি খোলসা করে চাননি প্রযোজক সংস্থা।
Advertisement
Advertisement
Advertisement



