লন্ডন, ৪ সেপ্টেম্বর-– আইনজীবী হিসেবে তাঁর নাম শুনলে কাঁপে প্রতিপক্ষ। অভিজ্ঞতা, বাঘা বাঘা যুক্তি আর কৌশলী আইনি প্যাঁচে বড় বড় মামলা অতি সহজেই নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। দেশের সলিসিটর জেনারেল হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। সেই খ্যাতনামা আইনজীবী হরিশ সালভে ৬৮ বছর বয়সে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ব্রিটিশ পাত্রীর সঙ্গে বিয়ে হল লন্ডনেই । সেই বিবাহ বাসরে হাজির ছিলেন এ দেশের একঝাঁক তারকা।
পাত্রীর নাম তৃণা। তিনি লন্ডন নিবাসী। ওয়েলস ও ইংল্যান্ডের আদালতে আইনি কাজে গিয়ে হরিশ সালভের আলাপ হয় তাঁর সঙ্গে। এরপর প্রেম এবং বিবাহ। তৃণা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। যদিও তাঁকে নিয়ে তুঙ্গে কৌতূহল। হরিশ সালভের তৃতীয় স্ত্রী তৃ ।
২০২০ সালে প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর ব্রিটিশ শিল্পী ক্যারোলিনের সঙ্গে আলাপ, প্রেম, বিবাহ। উভয়েই শিল্পকর্মের দারুণ গুণগ্রাহী। সে বছরই তাঁরা সাত পাকে বাঁধা পড়েন। কিন্তু তিন বছর পর ফের তৃণার মধ্যে নতুন করে ভালবাসা খুঁজে পেলেন ৬৮ বছরের আইনজীবী।
Advertisement
Advertisement
Advertisement



