পুনে, ৭ আগস্ট– মত্ত হয়ে এক বন্ধুর রক্তপান করার চেষ্টায় তাঁর ঘাড়ে কামড়ে দিয়েছিলেন। সেই ‘অপরাধে’ পুণের এক যুবককে ঘুমন্ত অবস্থায় পাথর মেরে খুন করার অভিযোগ উঠল তাঁর ওই বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার সংবাদমাধ্যমে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় জেলার ২৬ বছরের ইস্তিয়াক খানকে খুনের অভিযোগে রাহুল লোহার নামে তাঁর এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এমআইডিসি ভোসরী থানা এলাকায় ইস্তিয়াক-সহ কয়েক জন বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন ২৪ বছরের রাহুল। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় রাহুলের রক্তপান করার কথা বলতে থাকেন ইস্তিয়াক। এমনকি, সে জন্য তাঁর ঘাড় কামড়ে রক্তপান করার চেষ্টাও করেন। তা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয় হয়। ধস্তাধস্তির সময় কোনও রকমে ইস্তিয়াকের হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যান রাহুল। সেই রাতেই ইস্তিয়াকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এমআইডিসি ভোসরী থানার পুলিশের দাবি, রক্তপান করার চেষ্টা করায় রেগে গিয়ে ইস্তিয়াককে খুন করেছেন রাহুল।
Advertisement
Advertisement



