কলকাতা:- এবার বলিউড ছেড়ে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত, এমনই সূত্রে খবর। শেষ দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে সঞ্জয় দত্তকে। কাজ করেছেন কেজিএফ ছবিতে। একাধিক ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি। তবে, এবার একেবার পা রাখতে চলেছেন পাঞ্জাবি ফিল্ম জগতে। সূত্রের খবর, শোনা যাচ্ছে, এবার ডেবিউ করবেন তিনি। বিখ্যাত পঞ্জাবি গায়ক অভিনেতা গ্রিপ্পি গ্রিওয়াল-র সঙ্গে কাজ করবেন সঞ্জয়। ছবির নাম শেরা দি করুম পঞ্জাবি। এই ছবির কাহিনি লিখেছেন গ্রিপ্পি। তেমনই পরিচালনাও করবেন তিনি। ছবি পরিচালনা করবেন অমনদ্বীপ গ্রিওয়াল। ইস্ট সানসাইন প্রোডাকশনের ব্যানারে ছবিটি মুক্তি পাবে। সম্ভবত, ১২ই এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। এদিকে আবার কেডি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে আছেন মার্টিন খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজ। বেঙ্গালুরুর আশেপাশের অঞ্চলে চলছিল ছবির কাজ। কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। তবে, এটি তাঁর প্রথম দক্ষিণী ছবি নয়। এর আগেও দক্ষিণী ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্ত। লিও ছবি দিয়ে তিনি তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখেন। কেজিএফ ১, কেজিএফ ২-র মতো ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্ত। এই দুই ছবিতেই সঞ্জয়কে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ফের একবার কেডি ছবিতে ভিলেনে ছবিতে অভিনয় করছেন তিনি। এরই মাঝে এল নতুন ছবির খবর। এবার বলিউডে ছেড়ে পাঞ্জাবি ছবিতে ডেবিউ করতে চলেছেন সঞ্জয় দত্ত।
Advertisement
Advertisement



