• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সম্প্রতি আসতে চলেছে দেবের নতুন প্রজেক্ট ‘নায়ক’ ছবির রিমেক।

কলকাতা:- সত্যজিৎ রায় পরিচালিত এবং উত্তমকুমার অভিনীত ছবি ‘নায়ক’ ছবির রিমেক  করার কথা পরিকল্পনা করছেন অভিনেতা দেব। ছবিতে মুখ্য চরিত্রে তিনিই থাকছেন। সূত্রের খবর, জানা গিয়েছে এই ছবিটি পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, নতুন এই ছবির পরিকল্পনা শুরু করেছেন দেব। প্রসঙ্গত, এই বছরে দেব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসে মুক্তি পেতে

কলকাতা:- সত্যজিৎ রায় পরিচালিত এবং উত্তমকুমার অভিনীত ছবি ‘নায়ক’ ছবির রিমেক  করার কথা পরিকল্পনা করছেন অভিনেতা দেব। ছবিতে মুখ্য চরিত্রে তিনিই থাকছেন। সূত্রের খবর, জানা গিয়েছে এই ছবিটি পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, নতুন এই ছবির পরিকল্পনা শুরু করেছেন দেব। প্রসঙ্গত, এই বছরে দেব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসে মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবিতেও যে তিনি থাকছেন বলে জানা গিয়েছে।  ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘নায়ক’-কে অনেকেই সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকায় রাখেন। এর আগে ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিটির মাধ্যমে সত্যজিৎ রায় এবং ‘নায়ক’-কে শ্রদ্ধা জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে অরুণ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন প্রসেনজিৎ। এবার নজর দেবের দিকে। উল্লেখ্য, রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি পরিচালনা করেছেন রামকমল। আপাতত এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সূত্রের খবর, পিরিয়ড ছবির ক্ষেত্রে পরিচালকের গবেষণা দেখে খুশি দেব। সত্যজিৎ পরিচালিত ‘নায়ক’-এর জনপ্রিয়তাকে নতুন ভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতেই জুটি বেঁধেছেন তাঁরা। এই প্রসঙ্গে পরিচালক রামকমল অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তার কথায়, ‘এখনও ‘বিনোদিনী’-র কাজই শেষ হয়নি। সেখানে ‘নায়ক’ কী ভাবে আসছে, জানি না।’’ তবে একই সঙ্গে তিনি যে নতুন ছবির ভাবনাচিন্তা শুরু করেছেন সে কথাও স্বীকার করে নিয়েছেন।
কিছুদিন আগেই জানা যায়, বড় পর্দায় একসঙ্গে দেব-সৃজিত জুটিকে দেখতে পাবেন দর্শকরা। এমনটাই ঘোষণা করেন দেব। অভিনেতার নিজস্ব প্রোডাকশন হাউস ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও। এই ছবির সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন অভিনেতা। এই ছবিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা দেবের সঙ্গে রয়েছেন রুক্মিনী মৈত্রও।

Advertisement

Advertisement