কলকাতা:- বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এক মামলার প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রাজনৈতিক কিছু নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। এরপরই তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় মুখর হন। আদালতে উপস্থিত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসুমল্লিকের উদ্দেশে তিনি সেই বার্তা দেন। সূত্রের খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, তিনি বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। একজন দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না। তিনি আরও বলেন, সুপ্রিমো অনেকবার আদালতে এসেছে, তিনি কখনও বেফাঁস মন্তব্য করেন না। কিন্তু আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না, যাঁরা আদালতের নামে ভুল কথা বলেন, বিচারপতিদের সম্মান করেন না। গত শুক্রবার এসএসকেএম হাসপাতালে দলের আহত কর্মীদের দেখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার সমালোচনা করেছিলেন। তিনি বলেন, এই হামলার ঘটনায় যাঁরা অভিযুক্ত, পুলিশ তাঁদের ধরতে পারছে না। কী করে পারবে? হাইকোর্টে তো মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। এত খুন হয়েছে আদালতের জন্য। অভিষেকের এই মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে যায়। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করে স্পেশ্যাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি চান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি তাঁকে এই মর্মে লিখিত আবেদন করতে বলেন। এই ঘটনারই পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমালোচনা করলেন অভিষেক বন্যোেকপাধ্যায়ের করা মন্তব্যের। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি অভিষেকের মন্তব্যের সমালোচনা করেন। ঘুরিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে জানান।
Advertisement
Advertisement



