বিধাননগর- ধর্ষণের অভিযোগে বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত মাসের শেষ দিনে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কুলিপাড়ার বাসিন্দা পলাশ মন্ডলকে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে।
Advertisement
আদালতের নির্দেশে তাঁর জেল হয়। এরপরই বুধবার রাতে জেলেই আত্মঘাতী হন পলাশ নামের ওই বন্দি। বৃহস্পতিবার রাতে ময়না তদন্তের পর দেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
Advertisement
অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল পলাশকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এমনকি স্থানীয় পুলিশ ক্যাম্পে ভাংচুর চালানো হয় বলেও খবর। পরে এক বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement



