কলকাতা : টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় কয়েকদিন আগেই দু’পা জুড়ে র্যাশের চিকিৎসা করতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরে বেশ কিছু টেস্টের পর ডাক্তার জানায়, আসলে তাঁর পায়ে সংক্রমণ হয়েছে। আপাতত সেই সংক্রমণে গুরুতর অসুস্থ মাধবীদেবী ।
সূত্রের খবর, সপ্তাহখানেক আগেই সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেসময় জেনারেল ওয়ার্ডে ছিলেন মাধবী দেবী। ওখানেই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে একটু ঠিক হলেও বিপদ কাটেনি। তাই এখনও তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে।
Advertisement
Advertisement



