কলকাতা:- কেরিয়ারে আসতে চলেছে বিশেষ টার্নিং পয়েন্ট। করণ জোহরের ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকে। সদ্য প্রকাশ্যে এল এমনই খবর।একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ভিকি কৌশল। তবে, রোম্যান্টি ছবির হিরোর তুলনায় ‘উরি’-র মতো ছবিতে মেজরের চরিত্রে দর্শকদের থেকে বেশি ভালোবাসা পেয়েছেন ভিকি। একাধিক চরিত্রে অভিনয় করলেও ‘উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘রাজি’ কিংবা ‘মাসান’র মতো ভিন্ন ধারার ছবি তাঁর কেরিয়ারে এনে দিয়েছে বিশেষ মোড়। ২৩শে ফেব্রুয়ারি ২০২৪-এ বড় পর্দায় দেখা যাবে তাদের দুজনকে। অন্য দিকে, ১ ডিসেম্বর মুক্তি পাবে মেঘনা গুলাজরের ছবি স্যাম বাহাদুর। ছবিতে ফিল্ম মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। একেবারে নতুন ধরনের চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছেন ভিকি কৌশল। আবার দুই পরিবারের গল্প নিয়ে আসছে করণের ছবি ‘রকি অউর রানি কি ফ্রেম কাহিনি’। চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে আলিয়া। রান্ধাওয়াস পরিবারের ছেলে রণবীর। এদের সম্পর্কের গল্প নিয়ে আসছে ‘রকি অউর রানি কি ফ্রেম কাহিনি’। ২৮ জুলাই মুক্তি পাবে অউর রানি কি ফ্রেম কাহিনি’। করণের ছবিতে এই প্রথম এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে। ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ছাড়াও কয়েছেন ধর্মেন্দ্র, আছেন জয়া বচ্চন। এছাড়াও রয়েছেন, আমির বশির, ক্ষিতি জোগ রান্ধাওয়াস, অঞ্জলি আনন্দ-সহ আরও অনেক সেলিব্রিটি।
Advertisement
Advertisement



