• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘বস ২’ র পর এবার আসতে চলেছে ‘বস ৩’।

কলকাতা:- চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে আসছে জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। সূত্রের খবর, ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ। ২০১৩ সালে বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। ‘বস: বর্ন টু রুল’ শিরোনামের সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গাঙ্গুলিকে। এরপর ২০১৭ সালে মুক্তি পায়

jeet

কলকাতা:- চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে আসছে জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। সূত্রের খবর, ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ। ২০১৩ সালে বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। ‘বস: বর্ন টু রুল’ শিরোনামের সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গাঙ্গুলিকে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ সিনেমাটি। সেখানেও এদেরকেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার সিরিজের তৃতীয় সিনেমাটি আসতে চলেছে। ‘বস ২’ ছবির পর নাকি এবার আসতে চলেছে ‘বস ৩’।সূত্রের খবর, ‘বস ৩’ সিনেমাটির পরিচালকের দায়িত্বে থাকবেন বাবা যাদব। যদিও সিনেমাটি বানানোর আগে অন্য একটি প্রজেক্ট করবেন বাবা যাদব। জিৎ এবং সুস্মিতা অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমাটি ঈদে মুক্তি পায়। মাফিয়া জগতের কালো দিক নিয়ে তৈরি এই ছবির গল্প। অ্যাকশনে ভরপুর এই থ্রিলার ছবির প্রযোজক জিৎ নিজেই। ছবিতে জিৎ এর বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিৎ-এর সঙ্গে। কিন্তু ‘বস ৩’এই ছবিতে জিতের সঙ্গে দেখা যেতে পারে নতুন নায়িকাকে। আপাতত, ‘বস ৩’ ছবির চিত্রনাট্য নিয়েই নাকি নানা বৈঠক করছেন জিৎ ও তাঁর টিম।

Advertisement

Advertisement