এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় গুজরাটের এনজিও ‘জাস্টিস অন ট্রায়াল’। তাদের দাবি, এই তথ্যচিত্র ভারতের জনসাধারণকে অপমান করেছে। এই তথ্যচিত্রের বক্তব্য দেশের সম্মান, বিচারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর সম্মানের পক্ষেও হানিকর। মামলাকারীর হয়ে মামলাটি লড়ছেন বরিষ্ঠ অ্যাডভোকেট হরিশ সালভে। মামলাটি উঠেছে বিচারপতি সচিন দত্তের এজলাসে।বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে এনজিও-র হয়ে সওয়াল করেন। এর পরেই হাই কোর্টের বিচারপতি শচীন দত্ত বলেন, “অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে হবে অভিযুক্ত সংস্থাকে।” জবাবে দিল্লি হাইকোর্ট সমস্ত পক্ষকে নোটিস পাঠায়। তবে এখনই তা নিয়ে বড় কোনও বিতর্ক হবার সম্ভাবনা কম। বিচারপতি শচীন দত্তের বেঞ্চ জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে মামলাটির শুনানি হবে।
এর আগে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর অধীনে মামলা রুজু করে ইডি। সেইসঙ্গে ওই সংস্থার একাধিক আধিকারিককে নথি এবং বয়ান রেকর্ডের জন্য ইডি তলবও করে। আর এবার তথ্যচিত্র নিয়ে ফের মানহানির মামলায় অস্বস্তিতে বিবিসি।
Advertisement
Advertisement
Advertisement



