• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

৮৯ বছরে প্রয়াত মহাত্মা গান্ধির নাতি অরুণ গান্ধি 

৮৯ বছর বয়েসে প্রয়াত হলেন গান্ধীজির নাতি অরুণ গান্ধি । বহু রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের সক্রিয় কর্মী অরুণ জাতির জনক মহাত্মা গান্ধির দ্বিতীয় সন্তানের পুত্র। পেশায় লেখক ছিলেন।ছেলেবেলায় বেশ কিছু বছর গান্ধিজির সান্নিধ্য পেয়েছিলেন তিনি। দাদুর পথেই নিজের আদর্শ বেঁধেছিলেন। গত মার্চ আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অসুস্থতার জেরেই মৃত্যু। অরুণের বয়স হয়েছিল ৮৯ বছর। মঙ্গলবার সকালে

৮৯ বছর বয়েসে প্রয়াত হলেন গান্ধীজির নাতি অরুণ গান্ধি । বহু রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের সক্রিয় কর্মী অরুণ জাতির জনক মহাত্মা গান্ধির দ্বিতীয় সন্তানের পুত্র। পেশায় লেখক ছিলেন।ছেলেবেলায় বেশ কিছু বছর গান্ধিজির সান্নিধ্য পেয়েছিলেন তিনি। দাদুর পথেই নিজের আদর্শ বেঁধেছিলেন। গত মার্চ আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অসুস্থতার জেরেই মৃত্যু। অরুণের বয়স হয়েছিল ৮৯ বছর।

মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে অবনী সংস্থা নামে একটি অসরকারি সংগঠনে নিজের ঘরে মৃত্যু হয় তাঁর। সংস্থাটির প্রধান অনুরাধা ভোঁসলে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত পর্যন্ত লেখালিখির কাজ করছিলেন অরুণ। সকালে তাঁর শয্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

Advertisement

Advertisement

Advertisement