শুরু হয়ে গেছে বৃষ্টি,প্রচন্ড দাবদাহের থেকে স্বস্তি মানুষের, আসতে পারে কালবৈশাখী
কলকাতা,২৪ এপ্রিল — তীব্র গরমের হাত থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিল মঙ্গলবার। কাঠফাঁটা গরমে বিগত কয়েকদিনে মানুষের নাজেরহাল অবস্থা। বৃষ্টির অপেক্ষায় মানুষের তীর্থের কাকের মতো অবস্থা ছিল। কিন্তু মঙ্গলবার সকালথেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।হাওড়া সহ কলকাতার বিভিন্ন অংশে শুরু হল বৃষ্টি। এছাড়া দুই ২৪ পরগনাতেওঁ বৃষ্টি হয়েছে । সঙ্গে বৃষ্টির পূর্বে শুরু হয় ঝোড়ো