প্রথমে এই সংক্রান্ত বিস্তারিত কোনও তথ্য দেওয়া না হলেও পরে খবরটি নিশ্চিত করেন জুংয়ের এজেন্সি। সেই সঙ্গে অনুরাগীদের অনুরোধ জানান, তাঁরা যেন অভিনেত্রীর মৃত্যু নিয়ে কোনও গুজব না ছড়ান। এজেন্সির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ১১ এপ্রিল আমাদের ছেড়ে চলে গিয়েছেন জুং চেই-য়ুল। তাঁর অকাল মৃত্যু শোকস্তব্ধ পরিবার। ঘনিষ্ঠদের উপস্থিতিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”
২০১৬ সালে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর একাধিক টিভি শোয়ে দেখা গিয়েছে তাঁকে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান নেটফ্লিক্সের নামী সিরিজ জম্বি ডিটেকটিভে অভিনয় করে। এছাড়াও থ্রিলার ছবি ডিপ-এ দেখা গিয়েছিল তাঁকে। জুংয়ের মৃত্যুর খবর সামনে আসতেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ শোয়ের শুটিং।
Advertisement
Advertisement
Advertisement



