• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

অভিষেকের নাম বলতে চাপ সৃষ্টি করছে তদন্তকারী সংস্থা , বিচারককে চিঠি দিয়ে জানিয়েছেন, দাবি কুন্তলের  

কলকাতা , ৬ এপ্রিল – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরা। ফের এই অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ। এই অভিযোগ নিয়ে আইনজীবীর সাহায্যে আলিপুর আদালতের বিচারককে চিঠিও  দিলেন কুন্তল ঘোষ। বৃহস্পতিবার নিজে এই কথা জানান। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আদালত চত্বরে কুন্তল বলেন, “আগে যে বক্তব্য রেখেছি তা 

কলকাতা , ৬ এপ্রিল – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরা। ফের এই অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ। এই অভিযোগ নিয়ে আইনজীবীর সাহায্যে আলিপুর আদালতের বিচারককে চিঠিও  দিলেন কুন্তল ঘোষ। বৃহস্পতিবার নিজে এই কথা জানান।

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আদালত চত্বরে কুন্তল বলেন, “আগে যে বক্তব্য রেখেছি তা  লিখিতভাবে মহামান্য বিচারককে জানিয়েছি।’’ কার নাম বলার জন্য জোর দেওয়া হচ্ছে ? এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সব জানিয়েছি।” কুন্তল আগেই দাবি করেছিলেন ‘প্রভাবশালী’দের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার অভিষেকের নাম করেন তিনি। কুন্তলের আইনজীবীও তদন্তকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবারই এই কাণ্ডে ধৃত তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, “প্রভাবশালীর নাম বলবেন?” উত্তরে তাপস বলেন, “ওর কাছে শুনুন।” সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, “কার কথা বলছেন?” তাপস বলেন, “কুন্তল, কুন্তল।” তাপস এই মন্তব্য করার কিছু সময় পর ‘প্রভাবশালী’র নাম প্রকাশ্যে আনেন কুন্তল।

Advertisement

Advertisement