• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাওড়া স্টেশনে ঢোকার পূর্বেই বঙ্কিম সেতুর নীচে লাইনচ্যুত আমতা লোকাল

হাওড়া,১৯ মার্চ — ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আমতা লোকাল। স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয় ট্রেনটি । ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়। ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং কর্মীরা। যাত্রীদের সরিয়ে দেওয়ার পরেই ‌ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার পৌনে ১০টা নাগাদ হাওড়া

হাওড়া,১৯ মার্চ — ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আমতা লোকাল। স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয় ট্রেনটি । ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়। ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং কর্মীরা। যাত্রীদের সরিয়ে দেওয়ার পরেই ‌ট্রেনটিকে লাইনে তোলার কাজ শুরু হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার পৌনে ১০টা নাগাদ হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে ১৯ নম্বর প্লাটফর্মে ঢুকছিল ওই লোকালটি। তার কিছুটা আগে বঙ্কিম সেতুর নীচে লাইনচ্যুত হয়ে যায় ওই লোকালের পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীর। তবে দুর্ঘটনার জেরে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং কর্মীরা। নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী ভ্যানও। শুরু হয় ট্রেনের চাকা লাইনে তোলার কাজ। রেল সূত্রে জানা গিয়েছে, কিছু ক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement

Advertisement

Advertisement