• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধর্ষণে অভিযুক্তর বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল মহিলা পুলিশ

  ভোপাল, ১১ মার্চ –  ধর্ষণে অভিযুক্তর বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দিলেন মহিলা পুলিশ কর্মীরা। মধ্যপ্রদেশের শাহদোল এলাকায় এই ঘটনা ঘটে।  শুক্রবার কৌশলের বাড়িতে বুলডোজ়ার নিয়ে যায় পুলিশ। তাদের দাবি, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছিলেন কৌশলরা। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে ধর্ষণের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলেও কোন করছেন এলাকার একাংশ। যদিও পুলিশ

  ভোপাল, ১১ মার্চ –  ধর্ষণে অভিযুক্তর বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দিলেন মহিলা পুলিশ কর্মীরা। মধ্যপ্রদেশের শাহদোল এলাকায় এই ঘটনা ঘটে।  শুক্রবার কৌশলের বাড়িতে বুলডোজ়ার নিয়ে যায় পুলিশ। তাদের দাবি, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছিলেন কৌশলরা। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে ধর্ষণের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে বলেও কোন করছেন এলাকার একাংশ। যদিও পুলিশ দাবি করেছে, ধর্ষণের ঘটনার সঙ্গে অভিযুক্তের বাড়ি ভাঙার কোনও সম্পর্ক নেই।

 বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিয়োতে দেখা যায়, একদল মহিলা পুলিশ আধিকারিক বুলডোজার চালিয়ে কৌশলের বাড়িতে আসেন। তার পর বাড়ি ভাঙা শুরু হয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক প্রশিতা কুর্মি জানিয়েছেন, “কৌশল কিশোর বেআইনি ভাবে বাড়ি তৈরি করেছিলেন। মহিলার পুলিশকর্মীরা ওঁর বাড়ি ভেঙে দিয়েছেন। খুব ভাল কাজ করেছেন ওঁরা। এই ধরনের কাজ চালিয়ে যাওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, শুধু কৌশল কিশোরই নন, কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে আরও তিন জনের বিরুদ্ধে। অভিযুক্ত তিন জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার কৌশলকে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

Advertisement