দিল্লি, ১১ই মার্চ – ৯ই মার্চ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের। হোলি খেলার পর বুধবার রাতেই অসুস্থ বোধ করেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে অসুস্থ বোধ করেন সতীশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই প্রবীণ অভিনেতার। তবে বিজওয়াসানের ফার্ম হাউস থেকে দিল্লি পুলিশ ‘সন্দেহজনক ওষুধের’ প্যাকেট পেয়েছে। ফলে সতীশের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে।