টলিউডের আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর কথাও উঠে আসছে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের ঘনিষ্ঠ আরও ৬ অভিনেতা-অভিনেত্রীকে খুব শীঘ্রই তলব করতে চলেছে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। আর সে সব অ্যাকাউন্ট থেকে কাদের সঙ্গে আর্থিক লেনদেন হয়, তা দেখতে গিয়েই আরও নাম উঠে আসছে ইডি আধিকারিকদের হাতে। ওই ৬ অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টেও কুন্তলের টাকা গেছিল বলে সূত্রের খবর। তবে বনি সেনগুপ্তের নামে গাড়ি কেনার জন্য যে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা যে কুন্তল ঘোষ, দিয়েছিলেন, তা একরকম স্বীকার করে নেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে কুন্তলের সঙ্গে তার অন্তরঙ্গতা ছিল। সূত্রের খবর, বনির কাছ থেকে সেই সংক্রান্ত আরও তথ্য জানতে চান তদন্তকারীরা।
Advertisement
Advertisement



