নিউ ইয়র্ক,৩ মার্চ — মুহূর্তেই বিশ্বের এক নম্বর ধনী ব্যাক্তির স্থান থেকে পিছিয়ে গেলেন ইলন। ৭২ ঘন্টা যেতে না যেতেই এক থেকে দুই-এ নেমে গেলেন টেসলার সিইও। দু’দিনেই ৭.৭ বিলিয়ন সম্পত্তি হারিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হারালেন ইলন।
বর্তমানে যিনি টেসলার সিইও কে হারিয়ে এক নম্বরে পৌঁছে গেছেন তিনি হলেন বিলাসবহুল পণ্য প্রস্তুতকারক কোম্পানি এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। ডিসেম্বরই ইলনকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এসেছিলেন বার্নার্ড। সোমবার সেই হারানো তকমা ফিরে পেয়েছিলেন ইলন। কিন্তু ফের বার্নাদের বাজিমাত।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১৯০ কোটি ডলারের সম্পত্তি খুঁইয়েছেন টেসলা ও টুইটার কর্ণধার মাস্ক। যার ফলে ইলনের সম্পত্তি এসে দাঁড়িয়েছে ১৭৬ বিলিয়ন ডলার। সেখানে আর্নল্টের সম্পত্তির পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার। ফলে ফের মাস্ককে সরিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন বার্নার্ড।
Advertisement
Advertisement



