কলকাতা, ১ মার্চ — ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে শহর। বুধবার দমদমের নাগেরবাজারে এক বহুতলের ১৬ তলায় ভয়াবহ আগুন লাগে। অভিজাত আবাসনের ১৬ তলা থেকে দাউ দাউ আগুনের শিখা বের হতে দেখা যায়। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
Advertisement
Advertisement



