• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভিক্ষে করে ৫০ লক্ষ টাকা ত্রাণ তহবিলে,পুলপান্ডিয়ান এখন সেলিব্রিটি 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি — টিভি চ্যানেলে সাধারণত সেলিব্রিটি, রাজনীতিকদের ভিড় থাকে। আমজনতার সাক্ষাৎকার থাকে বাইট হিসেবে। কিন্তূ সাক্ষাৎকার? নৈব নৈব চ। কিন্তু এবার এক ভিখিরির সাক্ষাৎকার প্রচার করল একটি টেলিভিশন চ্যানেল। কারণ এই ভিখিরি ভিক্ষের অর্থ থেকে ৫০ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ট্রেন তহবিলে।তাঁর কাহিনীও যে কোনও নাগরিকের মন ছুঁয়ে যাবে। তামিলনাডুর এই ভিখিরি

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি — টিভি চ্যানেলে সাধারণত সেলিব্রিটি, রাজনীতিকদের ভিড় থাকে। আমজনতার সাক্ষাৎকার থাকে বাইট হিসেবে। কিন্তূ সাক্ষাৎকার? নৈব নৈব চ। কিন্তু এবার এক ভিখিরির সাক্ষাৎকার প্রচার করল একটি টেলিভিশন চ্যানেল। কারণ এই ভিখিরি ভিক্ষের অর্থ থেকে ৫০ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ট্রেন তহবিলে।তাঁর কাহিনীও যে কোনও নাগরিকের মন ছুঁয়ে যাবে। তামিলনাডুর এই ভিখিরি পুলপান্ডিয়ান এখন রীতিমতো সেলিব্রিটি। 

স্ত্রী মারা গিয়েছেন ২৪ বছর আগে। দুই পুত্রের কেউই খেয়াল রাখেন না। তাই ভিক্ষা করেই দিন কাটান তামিলনাড়ুর বাসিন্দা  পুলপান্ডিয়ান  । কিন্তু ৭২ বছর বয়সি  পুলপান্ডিয়ান ভিক্ষের টাকা নিজের জন্য খরচ না করে সমস্ত দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ৫ বছর ধরে ভিক্ষা করে ৫০ লক্ষ টাকা জমিয়েছিলেন তিনি। কিন্তু তামিলনাড়ুর বিভিন্ন জেলা ঘুরে ঘুরে তিনি সরকারি দফতরে গিয়ে টাকা দান করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমার সংসারে কেউ নেই। এত টাকা নিয়ে আমি কী করব? স্ত্রী বহু দিন আগে মারা গিয়েছেন। ছেলেদেরও বিয়ে হয়ে গিয়েছে। ওদের এখন আলাদা সংসার। আমার দেখাশোনা করে না ছেলেরা। তাই একা একা ঘুরে বেড়াই, ভিক্ষা করে নিজের খরচ চালাই।’’ ৫ বছর ধরে তিনি প্রায় ৫০ লক্ষ টাকা জমিয়েছিলেন। নিজের একার সংসারে কোনও খরচ হয় না বলে তিনি সিদ্ধান্ত নেন যে, সম্পূর্ণ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দেবেন। শুধুমাত্র ত্রাণ তহবিলেই নয়, শ্রীলঙ্কার তামিলদের সাহায্য করতে এবং বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নের জন্যও টাকা দিয়েছেন তিনি। ১৯৮০ সালে তামিলনাড়ু থেকে স্ত্রী এবং দুই পুত্র-সহ মুম্বইয়ে চলে যান  পুলপান্ডিয়ান   সেখানে ছোটখাট চাকরিও করতেন তিনি। রোজগার করে দুই পুত্রের বিয়ে দেন।

Advertisement

২৪ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর পুত্রদের কাছেই গিয়েছিলেন তিনি। কিন্তু দুই পুত্র তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করায় তামিলনাড়ুতে এসে ভিক্ষা শুরু করেন  পুলপান্ডিয়ান । সমাজসেবার জন্য ইতিমধ্যেই মাদুরাই জেলা প্রসাশনের তরফে তাঁকে পুরস্কারে সম্মানিত করেছে। 

Advertisement

Advertisement