ভদোদরা, ৩০ ডিসেম্বর– বেসরকারি হাসপাতালের বাইরে অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ! ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চন্দৌলি জেলায়।
সূত্রের খবর, আজ সকালে ওই হাসপাতালের সামনে রাস্তার উপর বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। পুলিশ মনে করছে, সেখান থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই ছিল, যে ওই বেসরকারি হাসপাতালের একাধিক জানালার কাচ এবং আসেপাশের কয়েকটি বাড়ির কাচও ভেঙে গিয়েছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, রবিনগর এলাকায় দয়াল হাসপাতালের বাইরে শুক্রবার সকাল ৯টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। তখন ট্রাক থেকে অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এইমুহুর্তে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement



