• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশের শেষ মানুষটির কাছেও খাদ্যের দানা পৌঁছে দেওয়ার দায়িত্ব কেন্দ্রের’: সুপ্রিম কোর্ট 

দিল্লি,  ৭ ডিসেম্বর– ভারতে আজও বহু মানুষ একবেলা খেতে পায়না। বহু মানুষ খালি পেতে ঘুমায়। অথচ কোটি-কোটির বেআইনি সম্পিতিতে জর্জরিত দেশের একের পর এক রাজনৈতিক দলের নেতারা। আর এই পরিস্থিতি পাল্টাতেই যেন মরিয়া দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দেশের সব মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। কেউ যেন খালি পেটে না থাকেন

দিল্লি,  ৭ ডিসেম্বর– ভারতে আজও বহু মানুষ একবেলা খেতে পায়না। বহু মানুষ খালি পেতে ঘুমায়। অথচ কোটি-কোটির বেআইনি সম্পিতিতে জর্জরিত দেশের একের পর এক রাজনৈতিক দলের নেতারা। আর এই পরিস্থিতি পাল্টাতেই যেন মরিয়া দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দেশের সব মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। কেউ যেন খালি পেটে না থাকেন তা কেন্দ্রকেই নিশ্চিত করতে হবে।

কোভিড অতিমারীর সময় দেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে তিন সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, হর্ষ মান্দার ও জগদীপ ছোকর-এর দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এমআর শাহ ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এমনই কথা জানিয়েছে। বিচারপতিদের বেঞ্চের মন্তব্য, ‘কেন্দ্রের কর্তব্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন মেনে দেশের শেষ মানুষটির কাছেও খাদ্যের দানা পৌঁছে দেওয়া। কেন্দ্র কিছু করছে না, এমন দাবি আমরা করছি না। কোভিডকালে দেশের সরকার সমস্ত মানুষের কাছে খাদ্য পৌঁছে দিয়েছে। কিন্তু আমরা চাই এই বিষয়টা ক্রমান্বয়ে চলতেই থাকুক। কেননা কোনও মানুষ যেন খালি পেটে না শুতে যায় রাতে, এটা নিশ্চিত করাই তো আমাদের সংস্কৃতি।’

Advertisement

মামলা কারীদের দাবি, কেন্দ্র বলছে সাম্প্রতিক সময়ে ভারতীয়দের রোজগার বাড়ছে। অথচ বিশ্ব ক্ষুধা সূচকে দেশ ক্রমেই পিছিয়ে পড়ছে। সেই মামলাতেই এই মন্তব্য সুপ্রিম কোর্টের। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও নিচে অবস্থান ভারতের! দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র তালিবান শাসিত আফগানিস্তান রয়েছে ভারতের নিচে। ২০২১ সালের তুলনায় তালিকায় আরও নিচে নেমে গিয়েছে নয়াদিল্লি। গতবারের ১০১ নম্বর অবস্থান থেকে নেমে ভারত এখন ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বরে।

Advertisement