নদিয়া ,২৯ নভেম্বর — বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে কোনোরকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা।বিয়েবাড়ি যাওয়ার পথে চলন্ত গাড়িতে হঠাৎ লেগে যায় আগুন! আগুনের দাপটে মুহূর্তের মধ্যেই গোটা গাড়িটি কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ।সেই গাড়িতে থাকা যাত্রীরা কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচলেন।ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে।গাড়িটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন।
জানা গিয়েছে, নদিয়ার পলাশীপাড়া থেকে এক পরিবারের পাঁচ সদস্য বনগাঁয় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে চারের গেট এলাকায় আসতেই গাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা।আর তা দেখে ভয়ে পেয়ে যান যাত্রীরা এবং সেই মূর্তেই গাড়ি থেকে নেমে পড়েন।চোখের সামনে নিমিষেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। টায়ার ফাটার শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়।দ্রুত খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।ঘটনাস্থল ঘিরে রেখেছিল কোতোয়ালি থানার পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



