চন্ডিগড়, ২৮ নভেম্বর– রেললাইনের পাশেই গাছে ফলেছিল সুস্বাদু ফল। তাই পেড়ে লাইনের উপর বসেই সেই ফল পেড়ে খাচ্ছিল তারা । সেই সময় আচমকাই পিছন থেকে এসে ধাক্কা মারল ট্রেন। দুর্ঘটনায় মৃত্যু হল তিন কিশোরের।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার পাঞ্জাবের কিরাতপুর সাহিবের কাছে লোহান্ড রেলব্রিজে। সাহারানপুর থেকে হিমাচলপ্রদেশগামী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই তিন কিশোরের। ওই লাইনে এসে পড়ে। ফল খেতে ব্যস্ত থাকা কিশোররা তা লক্ষ্য করেনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চতুর্থজনের চিকিৎসা চলছে হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার কথা জানতে পেরে টুইট করে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
Advertisement
Advertisement
Advertisement



