• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুন এক পুলিশ কর্মীর 

পূর্ব মেদিনীপুর,১৮ নভেম্বর — দিবালোকে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো এক পুলিশকর্মীর বিরুদ্ধে।এই ঘটনায় ভয়ভীত প্রত্যক্ষদর্শীরা ভরদুপুরে পুলিশকর্মী হাতে নৃশংস ভাবে খুন হয়ে গেলেন স্ত্রী বর্ণালী ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি গার্লস হাই স্কুলের সামনে। মৃতার নাম বর্ণালী রায়। অভিযুক্ত পুলিশকর্মীর নাম বাপ্পাদিত্য রায়। সে মারিশদা থানায় হোমগার্ড পদে কর্মরত বলে জানা গেছে। শুক্রবার দুপুরে

পূর্ব মেদিনীপুর,১৮ নভেম্বর — দিবালোকে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো এক পুলিশকর্মীর বিরুদ্ধে।এই ঘটনায় ভয়ভীত প্রত্যক্ষদর্শীরা ভরদুপুরে পুলিশকর্মী হাতে নৃশংস ভাবে খুন হয়ে গেলেন স্ত্রী বর্ণালী ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি গার্লস হাই স্কুলের সামনে। মৃতার নাম বর্ণালী রায়। অভিযুক্ত পুলিশকর্মীর নাম বাপ্পাদিত্য রায়। সে মারিশদা থানায় হোমগার্ড পদে কর্মরত বলে জানা গেছে। শুক্রবার দুপুরে মেয়েকে মেয়েকে কাঁথি গার্লস হাইস্কুলে দিতে আসেন বর্ণালী।মেয়ে ভিতরে ঢুকে যাওয়ার পর স্কুলের বাইরে অন্যান্য অভিভাবকদের সঙ্গে গল্প করছিলেন তিনি।সেই সময় হঠাৎই সেখানে ছুটে আসে বাপ্পাদিত্য।দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

কথা কাটাকাটির মাঝে হঠাৎ পকেট থেকে ছুরি বের করে বাপ্পাদিত্য সটান বসিয়ে দেয় বর্ণালীর শরীরে।তারপরে সে এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রীকে, জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা প্রতক্ষদর্শীরা।চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। কাঁথি হাই স্কুলের কাছেই এসডিপিও অফিস, সেখান থেকে ছুটে আসেন পুলিশকর্মীরা।অভিযুক্ত বাপ্পাদিত্যকে ধরে ফেলা হয়।বর্ণালীকে রক্তাক্ত এবং গুরুতর আহত অবস্থায় কাঁথির দারুয়া হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

Advertisement