এদিকে সকাল সকাল ‘রণলিয়া’ হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন তাঁদের অগণিত অনুরাগী থেকে শুরু করে বন্ধু-আত্মীয়স্বজনরা। হাসপাতালের সামনে ভিড় জমায় মিডিয়াও।
Advertisement
Advertisement
মুম্বাই, ৬ নভেম্বর– কাপুর বংশে নতুন সদস্যের আগমন। রবিবার মুম্বইয়ের রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট । এদিন সাতসকালে আলিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছন তাঁর স্বামী তথা অভিনেতা রনবীর কাপুর । পরে সেখানে আসেন আলিয়ার মা সোনি রাজদান, শাশুড়ি মা নিতু কাপুর-সহ আরও অনেকে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন আলিয়া।
এদিকে সকাল সকাল ‘রণলিয়া’ হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন তাঁদের অগণিত অনুরাগী থেকে শুরু করে বন্ধু-আত্মীয়স্বজনরা। হাসপাতালের সামনে ভিড় জমায় মিডিয়াও।
Advertisement
Advertisement
© 2025 - All rights reserved.