• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা পিয়ালিতে  

দক্ষিণ ২৪ পরগনা,২৯ অক্টোবর — দীর্ঘদিন স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই নাকি এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের দাবি। নিজের স্ত্রীকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলো স্বামী।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় পিয়ালি নতুনপল্লীতে।বধূর নাম সুপর্ণা হালদার (৩৯)।ঘটনার পর থেকেই মৃতার সময় পলাতক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম

দক্ষিণ ২৪ পরগনা,২৯ অক্টোবর — দীর্ঘদিন স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই নাকি এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের দাবি। নিজের স্ত্রীকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলো স্বামী।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় পিয়ালি নতুনপল্লীতে।বধূর নাম সুপর্ণা হালদার (৩৯)।ঘটনার পর থেকেই মৃতার সময় পলাতক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম কমল  হালদার।খবর পেয়ে সেখানে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

  

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাঝেমধ্যেই অশান্তির কারণে সুপর্ণা নিজের বাপের বাড়ি চলে যেতেন।শুক্রবার রাতে পাড়ার কালীপ্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে  সুপর্ণা যেতে চাইলে তাঁকে বাধা দেয় তাঁর স্বামী। তারপরেও সুপর্ণা জোর করে সেখানে যেতে চাইলে ,রাগের বশে তাঁর স্বামী হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে বলে অভিযোগ স্থানীয়দের।পলাতক কমল হালদারের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

Advertisement

Advertisement