• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

৮০ ঘরে পা দিয়ে এভারেস্ট যাত্রা বলিউডের শাহেনশার ! 

মুম্বাই, ২১ অক্টোবর — বার্ধক্য শরীর ছুঁয়েছে কিন্তু মন ছুতে পারেনি শাহেনশার।বয়স ৮০ পেরিয়ে গেলেও নতুন কিছু করার থেকে পিছিয়ে থাকছেন  না বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।বলিউডের ‘শাহেনশাহ’ বলে কথা। সেই বিগ বি-ই এবার বয়সের তোয়াক্কা না করে এভারেস্টের  উদ্দেশে পাড়ি দিলেন। না অবাক হওয়ার কিছু নেই ,আসলে পুরোটাই একটি সিনেমার গল্প। সুরজ বরজাতিয়ার আগামী ছবি

মুম্বাই, ২১ অক্টোবর — বার্ধক্য শরীর ছুঁয়েছে কিন্তু মন ছুতে পারেনি শাহেনশার।বয়স ৮০ পেরিয়ে গেলেও নতুন কিছু করার থেকে পিছিয়ে থাকছেন  না বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।বলিউডের ‘শাহেনশাহ’ বলে কথা। সেই বিগ বি-ই এবার বয়সের তোয়াক্কা না করে এভারেস্টের  উদ্দেশে পাড়ি দিলেন। না অবাক হওয়ার কিছু নেই ,আসলে পুরোটাই একটি সিনেমার গল্প। সুরজ বরজাতিয়ার আগামী ছবি ‘উঁচাই’ -তে একজন এভারেস্ট অভিযাত্রীর ভূমিকায় পর্দায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এছাড়াও, তাঁর সঙ্গে ছবিতে দেখা যাবে অনুপম খের এবং বোমান ইরানিকে। রয়েছেন ড্যানি ডেনজংপাও। একসঙ্গে চার তারকাকে পর্দায় দেখার জন্য এখন থেকেই আনন্দে আত্মহারা অনুরাগীরা।

মূলত বন্ধুত্ব এবং জীবনের গল্প বলবে ‘উঁচাই’। ছবির চিত্রনাট্য অনুযায়ী, চার বন্ধু বৃদ্ধ হলেও তাঁদের স্বপ্ন চিরনবীন। এমনই সময় একজনের মৃত্যু হয়। আর তারপরই গল্পে আসে নতুন মোড়। সেই বন্ধুর অপূর্ণ স্বপ্ন পূরণ করতে বাকি তিনজন ট্রেকিংয়ের সিদ্ধান্ত নেয়। ছবিতে এই তিন বন্ধুর ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানিকে। অন্যদিকে, অপর একজন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ড্যানি।

Advertisement

Advertisement

Advertisement