• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বহুমূল্য রতন  নিয়ে হুলস্থুল কনকনির  খাদানে  

আসানসোল,১৮ অক্টোবর–কয়লা খনিতে কর্মরত মজদুরের খুলে গেলো ভাগ্য। এ যেন সাপের বর  দেয়ার মতো।কয়লা তুলতে গিয়ে শেষে হিরে  খুঁজে পেয়েছেন যুবক! সিনেমার গল্প নয়। বাস্তবেই নাকি এমনটা ঘটেছে। ধানবাদের কয়লা খনিতে কয়লা তোলার সময় আস্ত হিরে খুঁজে পেয়েছেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করতেই শোরগোল পড়ে গেছে। কেউ বলছে হিরে , আবার কেউ বলছে

আসানসোল,১৮ অক্টোবর–কয়লা খনিতে কর্মরত মজদুরের খুলে গেলো ভাগ্য। এ যেন সাপের বর  দেয়ার মতো।কয়লা তুলতে গিয়ে শেষে হিরে  খুঁজে পেয়েছেন যুবক! সিনেমার গল্প নয়। বাস্তবেই নাকি এমনটা ঘটেছে। ধানবাদের কয়লা খনিতে কয়লা তোলার সময় আস্ত হিরে খুঁজে পেয়েছেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করতেই শোরগোল পড়ে গেছে। কেউ বলছে হিরে , আবার কেউ বলছে হিরের মতো দেখতে কিছু একটা। গোটা কয়লা খনি জুড়ে এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাহারায় বসানো হয়েছে সিআইএসএফ জওয়ানদের।ঘটনা সোমবার সকালের। বিসিসিএলের সিজুয়া এলাকার কনকনি কোলিয়ারির প্যাচ ডি-তে কয়লা তোলার কাজ চলছিল। সেখানে কয়লা কুড়োতে এসে এক যুবক নাকি হিরে খুঁজে পান। ৪০-৫০ ক্যারেটের সেই হিরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন যুবক। ওই যুবক ধানবাদের লোহাবাধ থানার মদনডিহি গ্রামের বাসিন্দা। ডি প্যাচে কয়লা তোলার সময় একটা বড় কয়লার চাঁই ভাঙতে গিয়েই নাকি তিনি হীরক খণ্ড  খুঁজে পান। তারপর কাঁচ দিয়ে কেটে নাকি নিশ্চিতও হন যে সেটা হিরে। যদিও সেই যুবককে আর পাওয়া যায়নি। তাঁর বাড়িতে গিয়ে দেখা গেছে তালা বন্ধ।

 

Advertisement

Advertisement