• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

অসুস্থতা নিয়েও ভারতকে জেতালেন সূর্যকুমার

 হায়দরাবাদ , ২৬ সেপ্টেম্বর — একজন নিষ্ঠাবান খেলোয়াড়ের পরিচয় দিলেন সূর্যকুমার যাদব। শারীরিক অসুস্থতাকে উড়িয়ে যেভাবে খেলায় নিজের প্রদর্শন করলেন তা অত্যন্ত প্রশংসনীয়। বিপক্ষে শেষ টি ২০ ম্যাচে ভারতকে জয়ের বিষয়ে সাহায্য করেছেন সূর্যকুমার যাদব । কিন্তু একবারও কী মনে হয়েছে সূর্য অসুস্থ ছিলেন। বরং তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলের জয়কে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। বিরাট কোহলির সঙ্গে তাঁর

 হায়দরাবাদ , ২৬ সেপ্টেম্বর — একজন নিষ্ঠাবান খেলোয়াড়ের পরিচয় দিলেন সূর্যকুমার যাদব। শারীরিক অসুস্থতাকে উড়িয়ে যেভাবে খেলায় নিজের প্রদর্শন করলেন তা অত্যন্ত প্রশংসনীয়। বিপক্ষে শেষ টি ২০ ম্যাচে ভারতকে জয়ের বিষয়ে সাহায্য করেছেন সূর্যকুমার যাদব । কিন্তু একবারও কী মনে হয়েছে সূর্য অসুস্থ ছিলেন। বরং তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলের জয়কে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। বিরাট কোহলির সঙ্গে তাঁর জুটি ভারতকে টেনেছে।

খেলা শেষে জানা গিয়েছে, সূর্যকুমারের আগেরদিন রাতে পেটে অসহ্য ব্যথা ও গায়ে জ্বর ছিল। তারপরেও সকালে উঠে গা ঘামিয়েছেন, দুপুরে নেট করেছেন। তারপর ম্যাচে যা করেছেন, সবটাই তো ইতিহাস হয়ে থাকবে। জিমখানা মাঠে সূর্যর এই ৬৯ রানের ইনিংস নিয়ে বহুদিন পরেও আলোচনা হবে।

Advertisement

Advertisement

Advertisement