• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের দায়ের করা মামলা খারিজ  করলেন বিচারপতি শম্পা সরকার

কলকাতা, ২৫ আগস্ট — মাসখানেক আগেই আইনি  সাহায্য চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার  রোদ্দুর রায় । সেই মামলাই এবার খারিজ করে দিলেন বিচারপতি  শম্পা সরকার। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, রোদ্দুর রায়ের করা ভিডিও পুরোটা দেখার মানসিকতা তাঁর ছিল না। এদিন রোদ্দুর রায়ের পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তারপরেই বিতর্কিত ইউটিউবারের দায়ের করা

roddur roy

কলকাতা, ২৫ আগস্ট — মাসখানেক আগেই আইনি  সাহায্য চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার  রোদ্দুর রায় । সেই মামলাই এবার খারিজ করে দিলেন বিচারপতি  শম্পা সরকার। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, রোদ্দুর রায়ের করা ভিডিও পুরোটা দেখার মানসিকতা তাঁর ছিল না।

এদিন রোদ্দুর রায়ের পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তারপরেই বিতর্কিত ইউটিউবারের দায়ের করা মামলা খারিজ করে দেন বিচারপতি শম্পা সরকার।

Advertisement

Advertisement

Advertisement